BSF: কমলাসাগরে বিএসএফ ও জনতার খন্ডযুদ্ধে জওয়ান সহ আহত হয়েছেন ১২ জন

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৮ ফেব্রুয়ারী।। বিএসএফ ও জনতার খন্ডযুদ্ধে বেশ কয়েকজন আহত হয়েছেন। টহল দেওয়ার সময় পাচারকারী সন্দেহে মারধরের ঘটনায় সিপাহীজলা জেলায় কমলাসাগর মিয়া পাড়া এলাকায় স্থানীয় মানুষ বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। তাতেই, বিপত্তি বাঁধে। পরিনামে বিএসএফ জওয়ান ও স্থানীয়দের মধ্যে বেশ করেকজন আহত হয়েছেন।

আহতদের রাতেই মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ, সীমান্তে টহলদারি বিএসএফ জওয়ানরা হঠাৎ মিয়াপাড়া এলাকায় বাড়ি ঘরে ঢুকে সাধারণ মানুষ জনকে মারধর শুরু করে। পথচারী সাধারণ মানুষকেও তারা মারধর করেছেন, এমনটাই অভিযোগ।

ওই ঘটনায় মুহুর্তের মধ্যেই এলাকায় তীব্র আতঙ্ক দেখা দেয়। অনুমান করা হচ্ছে, পাচারকারী সন্দেহে পাচারকারীদের ধাওয়া করতে গিয়েই সাধারণ মানুষের বাড়ি ঘরে হামলা সংগঠিত করেছে টহলদারি বিএসএফ জওয়ানরা। কিন্ত, নিরীহরা বিএসএফের হাতে মার খেয়ে প্রচন্ড ক্ষুব্ধ হন এবং পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন। তাতে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের অভিযোগ, বিএসএফ পাচারকারী এবং চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়ে নিরীহ সাধারণ মানুষের বাড়ি ঘরে ঢুকে হামলা সংগঠিত করেছে। এদিকে, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *