অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে তাদের প্রতিনিধি দল বেলারুশ সীমান্তে পৌঁছেছে। খবর বিবিসি। যুদ্ধবিরতি ও ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার আলোচনার মূল বিষয় হবে বলে জানিয়েছে দেশটি।
এর আগে শোনা গিয়েছিল, লজিস্টিক ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে আলোচনা স্থগিত রাখা হয়েছে। বেলারুশ বলেছে, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠানের জন্য তারা একটি স্থান প্রস্তুত করেছে। দেশটির স্বৈরশাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কো হামলায় যোগ দিতে সৈন্য পাঠাতে প্রস্তুত এমন খবর সত্ত্বেও ইউক্রেন-বেলারুশ সীমান্তের কাছে একটি স্থানে কূটনীতিকদের পাঠাতে সম্মত হয় ইউক্রেন।
‘বেলারুশে-রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার স্থান প্রস্তুত করা হয়েছে, প্রতিনিধিদলের আগমন প্রত্যাশিত’, রাশিয়ান ও ইউক্রেনের পতাকাসহ একটি দীর্ঘ টেবিলের ছবি প্রকাশ করে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ বলেছেন, ‘প্রতিনিধিদলের সবাই আলোচনার স্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আলোচনা শুরু হবে।’
এ দিকে ইউক্রেন বৈঠকে কোনো ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আশা করেন না যে আলোচনা থেকে কোন ফলাফল আসবে।
এক সংক্ষিপ্ত টেলিভিশন বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘আমি সব সময়ের মতো অকপটে বলবো- এই বৈঠক থেকে যে ফলাফল আসবে সত্যিই তা বিশ্বাস করি না। তবে তাদের চেষ্টা করতে দিন।’ ‘ইউক্রেনের কোনো নাগরিকের যেন সন্দেহ না থাকে যে, যুদ্ধ থামাতে আমি প্রেসিডেন্ট হিসেবে ছোট কোনো সুযোগ কাজে লাগানোর চেষ্টা করিনি’, যোগ করেন তিনি।