Alia Bhatt: যৌনপল্লি কামাতিপুরার ‘ম্যাডামজি’ হিসাবে দর্শকদের মুগ্ধ করেছেন আলিয়া ভাট

অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। মুম্বাইয়ের ‘মাফিয়া কুইন’ গঙ্গুবাইয়ের ভূমিকায় সুপারহিট আলিয়া ভাট। সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় যৌনপল্লি কামাতিপুরার ‘ম্যাডামজি’ হিসাবে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। আর বলিউডের বক্স অফিসে রীতিমতো ঝড় উঠেছে।

করোনা পরবর্তী সময়ে বলিউডের হিট ছবির ভাঁড়ার প্রায় শূন্য। যেখানে করোনা কাঁটা উপেক্ষা করে ম্যাজিকে দেখিয়েছে দক্ষিণের ‘পুষ্পা’ ও হলিউডের ‘স্পাইডারম্যান’,সেখানে ডাহা ফেল করেছে ‘৮৩’। অনেকেই বলতে শুরু করেছিলেন বলিউডের বাজার শেষ। তবে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিল ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’।

মুক্তির প্রথম তিন দিনেই বক্স অফিসে প্রায় ৪০ কোটির ব্যবসা হাঁকাল এই ছবি। রবিবার পর্যন্ত ভারতের বক্স অফিসে এই ছবির কালেকশন ৩৮.৮২ কোটি টাকা। বক্স অফিসে প্রথম দিনের আয় যথাক্রমে সাড়ে ১০ কোটি, ১৩ কোটি ৩২ লাখ ও ১৫ কোটি টাকা।

এ ছাড়া বিদেশের বাজারে আয় ছাড়িয়েছে ১০ কোটি টাকা। ছবির ওপেনিং উইকএন্ড কালেকশন নিয়ে বক্স অফিস ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে রবিবার ছবির কালেকশন ৪০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। নারীকেন্দ্রিক ছবি হয়েও বক্স অফিসে এই ছবির গ্রাফ ঊর্ধ্বমুখী।’

এ দিকে সোমবার মহাশিবরাত্রির ছুটি থাকায় এই ছবির কালেকশন বেশ বাড়বে বলেই মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। মহারাষ্ট্রে মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়েই সিনেমা হল চলছে, তা সত্ত্বেও গাঙ্গুবাইয়ের এই সাফল্যে অবাক সবাই।

সঞ্জয় লীলা বনসালি পরিচালিত এই ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে। হিন্দুস্তান টাইমসের রিভিউতে এই ছবি সম্পর্কে বলা হয়েছে, ‘আলিয়ার অভিনয় মন জয় করার মতো।

নিখুঁত শব্দচয়ন, উপভাষা, অভিব্যক্তি এবং যেভাবে তিনি রাগ, আনন্দ এবং অসহায়ত্বর আবেগকে তুলে ধরেছেন তা সত্যি প্রশংসাযোগ্য; নায়িকার পর্দায় উপস্থিতি অবাক করার মতো।’ আলিয়া ছাড়াও এই ছবিতে আছেন শান্তনু মহেশ্বরী, অজয় দেবগণ ও বিজয় রাজ।

এ নায়িকার সর্বশেষ সিনেমা ‘সড়ক টু’ ওটিটি-তে রিলিজ হয় গত বছর। কিন্তু বাবা মহেশ ভাটের পরিচালনা ও সৎবোন পূজা ভাটের কামব্যাক ছবিটিকে নিন্দার হাত থেকে বাঁচাতে পারেনি। বলা হয়ে থাকে, মহেশ ভাটের সবচেয়ে বাজে ছবি ‘সড়ক টু’। তবে ‘সড়ক টু’ই নয়, এর আগে বিগ বাজেটের ‘কলঙ্ক’ সুপারফ্লপ হলে আলিয়ার ক্যারিয়ার বিপর্যয়ের মুখে পড়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *