Vladimir Putin: রাশিয়ার জন্য এবার আরেকটি নিষেধাজ্ঞা, ভ্লাদিমির পুতিনকে বহিষ্কার করেছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন

অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। ইউক্রেনে রুশ সেনাদের হামলার প্রতিবাদে সোচ্চার ক্রীড়া বিশ্ব। টেনিস থেকে ফুটবলার— সবার এখন একটাই চাওয়া, ‘যুদ্ধ থামাও’।হামলার শুরুতেই সমালোচনার মুখে পড়া রাশিয়া ২০২২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজকের মর্যাদা হারিয়েছে।

ম্যাচটি এখন ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। পোল্যান্ডের পর সুইডেনও সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপের বাছাইপর্ব না খেলার।

এদিকে সেপ্টেম্বরে শহর সোচিতে রাশিয়ার ফমুর্লা-১ গ্র্যান্ড প্রিক্স হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। রাশিয়ার জন্য এবার এলো আরেকটি নিষেধাজ্ঞা। ভ্লাদিমির পুতিনকে বহিষ্কার করেছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন।

এই ফেডারেশনে সম্মানসূচক প্রেসিডেন্ট ও অ্যাম্বেসেডর হিসেবে ছিলেন তিনি। জুডোতে ব্ল্যাক বেল্ট রাশিয়ার প্রেসিডেন্ট। সাম্প্রতিক সময়ে রাশিয়ার ওপর ক্রীড়া বিশ্বের এখন পর্যন্ত এটাই শেষ নিষেধাজ্ঞা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *