UP Elections: শান্তিপূর্ণভাবেই চলছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পঞ্চম পর্বের ৬১ আসনের ভোটগ্রহণ

অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। আজ রবিবার উত্তরপ্রদেশে চলছে পঞ্চম দফার নির্বাচন। বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ৩৪.৮৩%.সাত দফার উত্তরপ্রদেশ নির্বাচনের সবচেয়ে চর্চিত এই পঞ্চম দফা।

রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পঞ্চম পর্বের ৬১ আসনের ভোটগ্রহণ। এখনও পর্যন্ত যে ক’টি রাউন্ডে নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে নজরকাড়া পর্ব এটিই।

বলা ভাল বিজেপির (BJP) জন্য এই পর্ব প্রেস্টিজের ফাইট। গেরুয়া শিবিরের ক্ষমতায় ফেরা না ফেরা অনেকটাই নির্ভর করছে এই পর্বের উপর। এই পর্বে যে ৬১টি আসনে ভোটগ্রহণ হচ্ছে তার মধ্যে ৫০টিই ২০১৭ বিধানসভা নির্বাচনে জিতেছিল বিজেপি।

কয়েকটি আসনে জেতে কংগ্রেস।নজরে আজ অবশ্যই অযোধ্যা। আজ পূর্বতন এলাহাবাদ , যোগী জমানায় ভোটগ্রহণ চলছে প্রয়াগরাজেও।আমেঠি, রায়পুরের মত কেন্দ্রও আজ নজরবন্দী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *