অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। ঘর ছাড়ছে ইউক্রেনিয়ানরা। যুদ্ধের ভয়াবহতার মাঝে জীবন বাঁচাতে প্রতিবেশী রাষ্ট্রেগুলোতে আশ্রয় নিচ্ছেন তারা। ইউক্রেনে রাশিয়ার হামলার চতুর্থদিন আজ।
ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২ লাখ নাগরিক পালিয়ে আশ্রয় নিয়েছে পাশের তিন দেশে। স্লোভাক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১০ হাজার লোক স্লোভাকিয়ায় প্রবেশ করেছে। দেশটির সঙ্গে ইউক্রেনের তিনটি সীমান্ত রয়েছে।
এই প্রবেশের সংখ্যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১০ গুণ। অন্যদিকে গত তিনদিনে ৪৩ হাজারেরও বেশি ইউক্রেনিয়ান পালিয়ে আশ্রয় নিয়েছে রোমানিয়ায়। আর পোল্যান্ডে সেই সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ।
স্লোভাকিয়া, রোমানিয়া ও পোল্যান্ড ছাড়াও আরও চার দেশের সঙ্গে সীমান্ত রয়েছে ইউক্রেনের। হাঙ্গেরি ও মালদোভাতেও হাজারের বেশি লোক আশ্রয় নিয়েছে। দেশটির অন্য দুই প্রতিবেশি হলো বেলারুশ ও রাশিয়া।