অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। ২১১ রানের লিড নিয়ে তৃতীয় দিন পার করেছে দক্ষিণ আফ্রিকা। হাতে আছে আরও ৫ উইকেট। তারপরও স্বস্তিতে নেই সফরকারীরা। লিডটা ২৫০-২৭৫ রানের মধ্যে হলে চাপে পড়তে হবে প্রোটিয়াদের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ৫ উইকেটে ১৪০ রানে দিন শেষ করা দ. আফ্রিকা বিপদে পড়ে দ্বিতীয় ইনিংসের শুরুতে।
দলীয় ১২ রানে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ওপেনার সরেল এরউইকে হারায় সফরকারীরা। শুরুতে টিম সাউদির পর নেইল ওয়াগনারের আঘাত। দুই গুরুত্বপূর্ণ উইকেট রসি ফন ডার ডাসেন ও টেম্বা বাভুমাকে ফেরান তিনি।
দ. আফ্রিকার ২০০ পেরোনো লিড এসেছে দুই অপরাজিত ব্যাটার উইকেটরক্ষক কাইল ভেরেন্নে ও উইয়ান মুলদারের ব্যাটে চড়ে। সাউদি-ওয়াগনার দুটি করে উইকেট ভাগাভাগি করেছেন। তার আগে ফাইফার তুলে নেন কাগিসো রাবাদা।
৪ উইকেট পেয়েছেন মার্কো জানসেন। আগেরদিন কিউই ব্যাটারদের পরীক্ষা নেন এই দুই প্রোটিয়া পেসার। তৃতীয় দিনেও দুটি করে উইকেট পেয়েছেন তারা। তবে দিনটা দুর্দান্তভাবে শুরু করেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার কলিন ডি গ্রান্ডহোম ও ড্যারিল মিচেল। দুজনের ১৩৩ রানে জুটি সকালটা দারুণভাবে সামাল দেয়।
তার মধ্যে সেঞ্চুরি পেয়েছেন গ্রান্ডহোম। ১২০ রানে অপরাজিত থাকতে হয় তাকে। অন্যদিকে দিনের প্রথম উইকেট হিসেবে ৬৬ রানে ফেরেন মিচেল।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২৯৩ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস। ৫ উইকেটে ১৪০ রানে দ্বিতীয়দিন শেষ করেছিল কিউইরা। প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।