Rafael Nadal: গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এবার মেক্সিকান ওপেনের শিরোপাও উঠল রাফায়েল নাদালের হাতে

অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। চলতি বছরে অপরাজেয় থাকার দৌড় ধরে রেখেছেন রাফায়েল নাদাল। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এবার মেক্সিকান ওপেনের শিরোপাও উঠল এই স্প্যানিয়ার্ডের হাতে। অথচ পায়ের চোটের কারণে গত বছর অবসরই নিতে যাচ্ছিলেন ৩৫ বছল বয়সী তারকা।

আর এ বছর তিনটি টুর্নামেন্টের প্রত্যেকটিতে জিতলেন নাদাল। মেক্সিকান ওপেনের ফাইনালে ব্রিটিশ এক নম্বর বাছাই ক্যামেরুন নরিকে ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। এ নিয়ে টানা ১৫ জয় পেলেন নাদাল। যা তার ক্যারিয়ার সেরাও।

এর আগে মেলবোর্নে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যামের মালিক হন নাদাল। টপকে যান ২০ বার করে গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরার ও নোভাক জকোভিচকে।

এ নিয়ে ক্যারিয়ারে ৯১টি শিরোপা জিতলেন নাদাল। তার মধ্যে মেক্সিকান ওপেন জিতলেন চারবার। ১৮ বছর বয়সে ২০০৫ সালে প্রথম এই শিরোপা জেতেন তিনি। যা এই টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সী হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও।

এরপর মেক্সিকান শহরে ২০১৩ ও ২০২০ সালেও শিরোপার স্বাদ পান নাদাল। আর এবার তিনি সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে জিতলেন মেক্সিকান ওপেনের শিরোপা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *