অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। আগ্রাসনের চতুর্থ দিনে রাশিয়ান সেনারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে জানিয়েছেন শহরটির স্থানীয় কর্মকর্তারা। খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, হালকা সাঁজোয়াযান নিয়ে রুশ সেনারা আমাদের ‘শহরে ঢুকে পড়েছে’।
শহরের নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আশ্রয়কেন্দ্র ছাড়বেন না! ইউক্রেনের সশস্ত্র বাহিনী শক্রদের ধ্বংস করে দেবে। বেসামরিক লোকদের রাস্তায় না বের হওয়ার অনুরোধ করছি’।
সোশ্যাল মিডিয়ার এক ভিডিওতেও দেখা গেছে রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর খারকিভের রাস্তায় রুশ সেনারা গাড়িতে চলাচল করছে। রুশ সেনারা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে বলেও জানিয়েছেন ওলেগ সিনেগুবভ। এই পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরেই অবস্থানের অনুরোধ জানিয়েছেন তিনি।
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪০০ কিলোমিটার পূর্বে এবং রাশিয়ান সীমান্তের ঠিক পাশেই খারকিভ শহরটি অবস্থিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি মূলত একটি শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্র। এখানে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করেন। শহরটির বাসিন্দাদের মধ্যে অনেক রুশভাষীও আছেন।