অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই আজ রবিবার চলছে রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভার ভোটগ্রহণ। রাজ্য নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৯.৯১ শতাংশ, সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। সবচয়ে কম ভোট পড়েছে দার্জিলিংয়ে।
ইভিএম ভাংচুরের অভিযোগে ভাটপাড়ায় গ্রেফতার করা হয়েছে সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয় সঞ্জয় সিংকে। ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে কিছুসময়ের জন্য বন্ধ করে দিতে হয় ভোট।বুথ দখলের চেষ্টার অভিযোগ ছিল এই বুথে।
মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় নাকা চেকিং-এর সময় ১ লক্ষ টাকা উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ।। কাঁথি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে অখিল গিরি কেন্দ্রীয়বাহিনীর সঙ্গে জড়িয়ে পড়েন বচসায়।
আজ রবিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে রাজ্যের ১০৮ টি পুরসভায় নির্বাচন। রাজ্যের ২০টি জেলার ১০৮ পুরসভার ২ হাজার ১৭১টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে।এদিকে রাজ্য নির্বাচন কমিশনের তরফে সবরকম প্রস্তুতি সম্পন্ন বলে শনিবারেই জানানো হয়।
প্রতিটি বুথে কড়া নিরাপত্তার মাধ্যমে ভোটের প্রস্তুতি নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে– নির্বাচনে ১০ জন আইএএস অফিসারকে সিনিয়র বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। ১০৮টি পুরভোটের নিরাপত্তায় ৪৪ হাজার পুলিশকর্মী ও আধিকারিক মোতায়েন করা হয়েছে।