অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। মালদ্বীপে পাওয়া গেল শ্রীলঙ্কান ফুটবলার ডাকসন পুসলাসের মৃতদেহ। খবরটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশন (এফএফএসএল)।
শ্রীলঙ্কা ফুটবল নিজেদের এক অফিশিয়াল ফেসবুক পেজে জানায়, ‘অত্যন্ত গভীরভাবে জানাতে হচ্ছে, শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ডাকসন পুসলাস আজ মালদ্বীপে মারা গেছেন।
শ্রীলঙ্কা ফুটবলের প্রেসিডেন্ট জশওয়ার উমর ও এফএফএসএল আন্তরিক সমবেদনা জানাচ্ছে ডাকসন পুসলাসের পরিবার ও বন্ধুদের।’৩১ বছর এই ডিফেন্ডার খেলতেন মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস ক্লাবের হয়ে। মালদ্বীপের গণমাধ্যম জানায়, গত রাতে নিজ অ্যাপার্টমেন্ট থেকে পুসলাসের মৃতদেহ উদ্ধার করা হয়।
চোটের কারণে গতকাল মালদ্বীপের শীর্ষ ফুটবল ধীবেহি প্রিমিয়ার লিগে দলের লাইন-আপে ছিলেন না তিনি। নির্দিষ্ট কী কারণে পুসলাসের মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কা জাতীয় দলের ফুটবলারের মৃত্যুর তদন্ত করছে পুলিশ।