Christian Eriksen: ফের প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ান এরিকসেনকে

অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। অনেকে হয়তো আশা করেননি, ফের প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ান এরিকসেনকে। তবে সবকিছুকে ভুল প্রমাণ করে ঠিকই ফিরলেন ড্যানিশ মিডফিল্ডার। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের জার্সিতে অভিষেক হলো এরিকসেনের।

৩০ বছর বয়সী তারকা যে মাঠে নামতে যাচ্ছেন তা একদিন আগে জানিয়েছিলেন কোচ টমাস ফ্রাঙ্ক। তবে অভিষেক রাঙানো হলো না এরিকসেনের। ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে হেরেছে শুরুতেই ১০ জনের দল হয়ে পড়া ব্রেন্টফোর্ড।

ম্যাচের ৫২তম মিনিটে মিডফিল্ডার মাথ্যিয়াস জানসেনের পরিবর্তে মাঠে নামেন এরিকসেন। গত জুনে ইউরো চ্যাম্পিয়নশিপে কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয় ডেনমার্ক। ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে মুখ থুবড়ে পড়ে যান টটেনহাম-ইন্টার মিলানের সাবেক তারকা।

সতীর্থদের দূরদর্শিতায় মাঠে প্রাথমিক সেবা দেওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কার্ডিয়াক অ্যারেস্ট থেকে সুস্থ হলেও এরপর আর মাঠে দেখা যায়নি এরিকসেনকে। ইন্টারের সঙ্গে চুক্তির ইতি টানার পর প্রায় ৮ মাস পর ব্রেন্টফোর্ডের হয়ে মাঠে ফিরলেন তিনি। গত জানুয়ারির ট্রান্সফারে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেন এরিকসেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *