অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার একটি প্রতিনিধি দল বেলারুশের শহর হোমেলে পৌঁছেছে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রুশ প্রতিনিধি দলে সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা আছেন।
পেসকভ আরও বলেন, ‘রুশ প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত। আমরা এখন ইউক্রেনীয়দের জন্য অপেক্ষা করছি’। কিন্তু বেলারুশে যেতে নারাজ ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন, তারা রাশিয়ার সঙ্গে আলোচনা করতে চান, কিন্তু তা বেলারুশে গিয়ে নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার বলেন, রাশিয়া যদি বেলারুশ ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলা বন্ধ করে তবে মিনস্কে আলোচনা সম্ভব হতে পারে। এছাড়া এই সংকটের সমাধানে অন্যান্য স্থানে আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, আপনার ভূখণ্ড থেকে যদি কোনো আগ্রাসী পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা মিনস্কে কথা বলতে পারি… অন্যান্য শহর আলোচনার স্থান হিসাবে ব্যবহার করা যেতে পারে। তিনি বলেন, আমরা অবশ্যই শান্তি চাই। আমরা সাক্ষাৎ করতে চাই। আমরা যুদ্ধ শেষ করতে চাই।
আমরা আলোচনার স্থান হিসেবে ওয়ারসো, ব্রাতিসলাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকুর নাম প্রস্তাব করেছি।ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, অন্য এমন একটি দেশের যেকোনো শহর আমাদের জন্য যথাযথ হবে; যাদের ভূখণ্ড থেকে আমাদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। সৎ আলোচনার জন্য এটিই একমাত্র উপায় এবং সত্যিই যুদ্ধের অবসান ঘটাতে পারে।
এর আগে ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেও সেই আলোচনা কোথায় হবে বা কবে হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেনি। প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেনে আক্রমণের আগে রাশিয়া বেলারুশে কয়েক হাজার সৈন্য জড়ো করেছিল এবং দেশটিকে ইউক্রেনে আক্রমণের জন্য মঞ্চ হিসেবে ব্যবহার করছে।