অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। ২৪ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানে পা রাখল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। রবিবার সকালে ইসলামবাদে পৌঁছায় অজিরা। ছয় সপ্তাহের এই ঐতিহাসিক সফরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৪ মার্চ থেকে। অজিদের সফর উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানে। নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে তাদের বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া হয়। একদিন আইসোলেশনে থাকার পর সোমবার থেকে অনুশীলন শুরু করতে পারবেন অজিরা।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ১৯৯৮ সালে। সেবার তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ এবং ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। লাহোরে ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে বাসে সন্ত্রাসী হামলার পর থেকে টেস্ট খেলুড়ে দেশগুলো নিরাপত্তা শঙ্কার কারণে প্রায় ৬ ছর পাকিস্তান সফরে যায়নি।
ঐ ঘটনার পর ২০১৫ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়েকে স্বাগত জানায় পাকিস্তান। ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্দেশ্যে উঠে পড়ে লাগা পাকিস্তান গত ৬ বছরে সিরিজ আয়োজন করে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেল অস্ট্রেলিয়ার মতো হাই-প্রোফাইল দল। গত বছর নিরাপত্তা ঝুঁকির কারণে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডের টসের ঘণ্টাখানেক আগে সফর বাতিল করে কিউইরা।