অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।। বাইডেন প্রশাসন কংগ্রেসকে জানিয়েছে, ইউক্রেনে ৬.৪ বিলিয়ন ডলার সাহায্যের অনুমোদন দিতে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ইউক্রেন ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তার জন্য ২.৯ বিলিয়ন সাহায্যও অন্তর্ভুক্ত রয়েছে এতে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে জরুরি ভিত্তিতে এই অর্থ পাঠানো হবে। এই সংকট মোকাবিলায় মার্কিন প্রতিরক্ষা বিভাগকে ৩.৫ বিলিয়ন ডলার তহবিল দেওয়ারও অনুরোধ করা হয়েছে।
হোয়াইট হাউস অফিস অব ম্যানেজমেন্ট ও বাজেটের এক কর্মকর্তা জানান, সম্প্রতি আইনপ্রণেতার সঙ্গে এক আলোচনায়, রাশিয়ার অনর্থক ও অহেতুক আক্রমণে ইউক্রেন ও মধ্য ইউরোপিয়ান অংশীদারদের জন্য মানবিক, নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা পাঠানোর চিন্তা করছে যুক্তরাষ্ট্র।