অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।। চেলসির বিপক্ষে কারাবো বা ইএলএল কাপের ফাইনালে রবার্তো ফিরমিনোকে পাচ্ছে না লিভারপুল। তবে দিয়োগো জোতাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী অলরেডরা। কুঁচকির চোটে পড়েছেন ফিরমিনো।
গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় জোতাকে নিয়েও শঙ্কায় ছিল লিভারপুল। তবে ফিটনেস উন্নতির দিকে পর্তুগিজ ফরোয়ার্ডের।অন্যদিকে, চোটের কারণে চেলসি পাচ্ছে না লেফ্ট-ব্যাক বেন চিলওয়েলকে।
তবে ব্লুজদের কোচ টমাস টুখেল আশাবাদী ফুল-ব্যাক রিস জেমসকে পাওয়ার ব্যাপারে। হ্যামস্ট্রিং চোটে পড়ে গত ডিসেম্বর থেকে মাঠের বাইরে এই ইংলিশ ডিফেন্ডার।গত এক দশক ধরে ঘরোয়া ফুটবলের এই লড়াইয়ে শিরোপা জেতেনি লিভারপুল।
চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ জেতানো কোচ ইউর্গেন ক্লপের অধীনে এবার কারাবো কাপ জয়ের স্বপ্ন দেখছে অলরেডরা।চ্যাম্পিয়নস লিগ জয়ী চেলসি বনাম লিভারপুলের কারাবো কাপ ফাইনাল হবে রবিবার, ওয়েম্বলি স্টেডিয়ামে।