অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।। সিরি’আর চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ধরার সুযোগ হাতছাড়া করল ইন্টার মিলান। জেনোয়ার বিপক্ষে তাদেরই মাঠে গোলশূন্য ড্র করেছে নেরাজ্জুরিরা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে চ্যাম্পিয়ন ইন্টার।
হাকান কালহানোগুলুর শট চলে যায় গোলপোস্টের বাইরে। অন্যদিকে শেষদিকে জেনোয়াকে ঘরের মাঠে মৌসুমের প্রথম জয়টা প্রায় এনেই দিয়েছিলেন স্তেফানো স্তুরারো। এই হতাশাজনক ড্রয়ে মিলানের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে পড়ল ইন্টার। লিগে গত চার ম্যাচে জয় নেই নেরাজ্জুরিদের।
আগেরদিন মিলান ঘরের মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছে উদিনেসের সঙ্গে। ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকল স্তেফানো পিওলির দল। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে ইন্টার।
এই সপ্তাহে সিরি’আয় শীর্ষে ওঠার সুযোগ আছে নাপোলির। তার জন্য রবিবার তাদের জিততে হবে লাৎসিওর বিপক্ষে। নাপোলির পরের ম্যাচ মিলানের বিপক্ষে।