অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।। ক্রিস্তিয়ানো রোনালদোর বয়স এখন ৩৭। কত দিন খেলা চালিয়ে যাবেন পর্তুগিজ তারকা, এ প্রশ্ন ওঠা শুরু হয়েছে। সিআর সেভেনের চান আরো ৪-৫ বছর খেলা চালিয়ে যেতে। চলতি মৌসুমে রোনালদোকে অনেক সমালোচনা শুনতে হয়েছে।
পুরোনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন গত গ্রীষ্মে। কিন্তু লিগে তার দলের অবস্থানে ভালো নয়।রোনালদোর নিজের পারফরম্যান্সেরও সমালোচনা হচ্ছে। সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমের ২৯ ম্যাচে করেছেন ১৫ গোল।
অর্থাৎ আগের সেই দাপটটা যে নেই। তাই বলে এখনই ক্যারিয়ারের শেষ টানতে চান না রোনালদো। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি জানি অবসরের খুব বেশি বছর বাকি নেই। আশা করি আরো ৪-৫ বছর।
তবে আমি জয় পাওয়াটা চালিয়ে যেতে চাই।’ ক্যারিয়ারের পেছন ফিরে তাকিয়ে রোনালদো বলেন, ‘আমার জীবনযাত্রাটা খুবই সুন্দর। যেখানে পেরেছি সেখানেই আমার পদচিহ্ন রেখে আসার চেষ্টা করেছি। আমার মনে হয় না আমার মতো আর কোনো খেলোয়াড় আছে, যারা এই উচ্চতায়, এই পরিসংখ্যানে পৌঁছাতে পেরেছে। এটাই আমাকে সুখ দেয়।’