অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।। নাপোলিকে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। শেষ আটে যাওয়ার লড়াইয়ে কাতালান জায়ান্টরা মুখোমুখি হবে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের।
অন্যদিকে আসরের সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়া প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ওয়েস্ট হামকে। বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা স্কটিশ চ্যাম্পিয়ন রেঞ্জার্সের প্রতিপক্ষ সার্বিয়ার রেড স্টার বেলগ্রেড।
আর ইউরোপের তৃতীয় স্তরের ক্লাব লড়াই ইউরোপা কনফারেন্স লিগের শেষ ষোলোয় লেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্রান্সের রেঁনেকে। আরেক ফরাসি ক্লাব মার্শেই পেয়েছে এফসি বাসেলকে।
ইউরোপা লিগ শেষ ষোলোর ড্র
রেঞ্জার্স-রেড স্টার বেলগ্রেড
ব্রাগা-মোনাকো
পোর্তো-লিওঁ
আতালান্তা-বেয়ার লেভারকুজেন
সেভিয়া-ওয়েস্ট হাম
বার্সেলোনা-গালাতাসারাই
লাইপজিগ-স্পার্তাক মস্কো
রিয়াল বেতিস-এনট্রাখট ফ্রাঙ্কফুর্ট