Aloe vera: প্রাচীনকাল থেকেই উপকারী ভেষজ হিসেবে ব্যবহার হয়ে আসছে অ্যালোভেরা

অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।। প্রাচীনকাল থেকেই উপকারী ভেষজ হিসেবে ব্যবহার হয়ে আসছে অ্যালোভেরা। শরীর ভালো রাখতে এর নানা রকম ব্যবহার সম্পর্কে অবগত অনেকেই। এর ভিন্ন কিছু ব্যবহার জেনে নেওয়া যাক-

ত্বকের যত্নে: অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে দারুণ উপযোগী। এতে থাকে একাধিক ভিটামিন যার মধ্যে ভিটামিন ই ও ভিটামিন সি ত্বকের জন্য বিশেষভাবে উপযোগী। তা ছাড়া এতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে কোমল ও মোলায়েম রাখে।

‘মেক আপ’ তুলতে: যেহেতু এটি ত্বকের জন্য কোমল ও আর্দ্রতায় পরিপূর্ণ তাই কৃত্রিম রূপটান তোলার সময় এটি ব্যবহার করা যেতে পারে। একটি তুলার টুকরো অ্যালোভেরার জেলে মিশিয়ে মুছে নিলেই হবে।

দাড়ি কাটার ক্রিম হিসেবে: গরম পানি, অল্প তেল ও অ্যালোভেরা জেলের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে দাড়ি কাটার সময়। এটি যেহেতু প্রদাহ কমাতেও বেশ কার্যকর তাই দাড়ি কাটার পর জ্বালাও কমে এতে।

দাঁতের যত্নে: অ্যালোভেরার রস দাঁত এবং মাড়ির ব্যথার উপশম করে থাকে। দাঁতে কোনো সংক্রমণ থাকলে দূর করে দেয় তাও। নিয়মিত অ্যালোভেরার জুস খাওয়ার ফলে দাঁত ক্ষয়রোধ করা সম্ভব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *