T20 Series: শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক ভারত

অনলাইন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী।। দাপুটে ব্যাটিংয়ে দলকে বড় পুঁজি এনে দিয়েছিলেন ইশান কিষান। শ্রেয়াস আইয়ার, রোহিত শর্মারাও ছিলেন দুর্দান্ত। পরে বোলাররা দাপট দেখালেন। সুবাদে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক ভারত।

লক্ষ্ণৌতে বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়েছে ভারত। ২০০ রানের পাহাড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৩৭ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। যদিও সফরকারীদের পক্ষে চারিথ আসালাঙ্কা ৪৭ বলে অপরাজিত ৫৩ রান করেন। আসলে ইনিংসের প্রথম বলেই ওপেনার পাথুম নিশাঙ্কাকে (০) হারিয়েছিল লঙ্কানরা। দ্রুত আরো ২ উইকেট হারিয়ে ৩৬ রানে ৩ উইকেটে পরিণত হয় দলটি।

দলীয় ৬০ রানের মধ্যে হারায় ৫ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ভুবনেশ্বর কুমার ২ ওভারে মাত্র ৯ রান খরচায় ২ উইকেট নেন। ভেঙ্কটেশ আইয়ার ৩ ওভারে ৩৬ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজা।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারত মাত্র ২ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে। অধিনায়ক রোহিতের সঙ্গে শতরানের উদ্বোধনী জুটি গড়া কিষান ৫৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় খেলেন ৮৯ রানের ইনিংস। যা তার ক্যারিয়ারসেরা।

রোহিতের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৪ রান। ২৮ বলে অপরাজিত ৫৭ রান করেন শ্রেয়াস আইয়ার। ম্যাচসেরা হয়েছেন ইশান কিষান। ধর্মশালায় সিরিজের পরের দুই ম্যাচ শনি ও রবিবার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *