Hornbill Festival: হাওয়াইবাড়ির কুকিবস্তিতে শুরু হল হর্নবিল উৎসব, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৫ ফেব্রুয়ারী৷৷ শুক্রবার থেকে শুরু হলো তৃতীয় বারের মতো ভিলেজ এবং জয়েন্ট ফরেস্ট মেনেজমেন্ট কমিটি ভিত্তিক হর্নবিল উৎসব ২০২২৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহাকুমার হাওয়াইবাড়ি এলাকায় কুকিবস্তি স্থিত চার্চে এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়৷

তাছাড়া এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক, মহকুমা বন আধিকারিক, তেলিয়ামুড়া ব্লকের এডিশনাল বিডিও সহ অন্যান্যরা৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হর্নবিল তথা ধনেশ পাখি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন৷

ধনেশ পাখি তথা হর্নবিল বর্তমান সময় কালে ত্রিপুরা রাজ্যে প্রায় বিলুপ্তির পথে৷ এই বিলুপ্তপ্রায় প্রজাতির হর্নবিল তথা ধনেশ পাখিকে সংরক্ষণ সহ তাদের জীবন শৈলী নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় সহ মহকুমা বন অধিকারিক সাবির কান্তি দাস৷

তাছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপজাতিদের বিভিন্ন চিরাচরিত গান, নৃত্য পরিবেশন করে এলাকার শিল্পীরা৷ তাছাড়া বিশেষ করে ত্রিপুরার ঐতিহ্যবাহী বাম্বু ডান্সও পরিবেশন করে উপজাতি মেয়েরা৷

হর্নবিল উৎসব শুক্রবার থেকে ভিলেজ এবং জয়েন্ট ফরেস্ট মেনেজমেন্ট কমিটি ভিত্তিক শুরু হলেও হর্নবিল উৎসবের মূল অনুষ্ঠানটি হবে বড়মুড়া পাহাড়ের পাদদেশে হাতাই কতর ইকো পার্কে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *