অনলাইন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী।। ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। তার প্রতিবাদ জানিয়ে কিক-অফের আগে ব্যানার হাতে দাঁড়ালেন বার্সেলোনা ও নাপোলির খেলোয়াড়রা। তাতে লেখা, ‘যুদ্ধ থামাও’। ফুটবলারদের এই আহ্বান বিশ্বনেতাদের কানে গেলেই হলো। তবে ম্যাচটিতে দারুণ জয় পেয়েছে বার্সা। নাপোলিকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে জাভির দল।
আগের লেগে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ১-১ গোলে ড্র করেছিল বার্সা। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোর টিকিট কাটল কাতালান জায়ান্টরা। ইউরোপা লিগের গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন নাপোলি শেষ ৩২-এ প্রতিপক্ষ হিসেবে পায় চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া বার্সাকে।
শুরুতেই দুই গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। আডামা ত্রাওরের কাউন্টার-অ্যাটাকে জর্দি আলবার গোলের পর চমৎকার ঢেউ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাঙ্কি ডি ইয়ং। ২৩তম মিনিটে লরেঞ্জো ইনিসিনিয়ে পেনাল্টি গোলে সমতায় ফেরার স্বপ্ন দেখে নাপোলি। কিন্তু বিরতিতে যাওয়ার শেষ মিনিটে ব্যবধান ৩-১ করেন জেরার্ড পিকে। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান পিয়েরে-এমেরিক অউবামেয়াং।
কর্নার থেকে বল পেয়ে ত্রাওরে পাস দেন সাবেক আর্সেনাল তারকাকে। সরাসরি শট নিয়ে জাল খুঁজে নেন অউবামেয়াং। শেষদিকে মাত্তেও পোলিতানোর গোলে ব্যবধান কমালেও আর সমতায় ফেরা হয়নি নাপোলির। ইউরোপা লিগের আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে বিদায় করে দিয়েছে রেঞ্জার্স।
২-২ গোলে ড্র করেও শেষ ষোলোয় যাওয়া হলো না জার্মান জায়ান্টদের। প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে ৪-২ ব্যবধানে জিতেছিল রেঞ্জার্স। স্কটিশ ক্লাবটি দুই লেগের ১০ গোলের ম্যাচটিতে শেষ ষোলো নিশ্চিত করল ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে।