স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী।। আগামী ২৮ ফেব্রুয়ারি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক টার্ম ওয়ান পরিক্ষার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৪৩২৮২ জন। এর মধ্যে রেগুলার ২৮৬৫৮ জন।
উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ২৮৯৩১ জন। এবং রেগুলার ২৮৬৫৮ জন।ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা। তিনি জানান ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
আর আগামী ১৮ এপ্রিল থেকে টার্ম টু -র পরীক্ষা শুরু হবে। আগামী ১ মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রেকটিকেল পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানান তিনি।