স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী।। দ্বাদশ ত্রিপুরা বিধানসভার একাদশতম অধিবেশন ১৭ মার্চ, ২০২২ থেকে শুরু হচ্ছে। এই অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিধানসভার অধ্যক্ষের নির্দেশ অনুযায়ী কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গৃহীত পদক্ষেপগুলির মধ্যে রয়েছে বিধানসভা সচিবালয়ের জারি করা বৈধ পাস ছাড়া মনুষ্য চালিত রিক্সা ব্যতীত অন্য কোনও ব্যক্তি বা যানবাহন বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবে না।
বিধানসভার সদস্য, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং ত্রিপুরা বিধানসভার কর্মচারিগণ বিধানসভা ভবনে ঢোকার সময় গেইটে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চাইলে তাদের সচিবালয়ের জারি করা বৈধ পাস / পরিচয়পত্র দেখাবেন।
এছাড়া বিধানসভার সদস্যগণ, সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ এবং বিধানসভার সচিবালয়ের কর্মচারিগণ বৈধ পাসযুক্ত গাড়ি বা অন্য কোনও বাহন নিয়ে বিধানসভা চতুরে ঢুকতে পারবেন। তবে তাদের সঙ্গে অন্য কেউ থাকতে পারবেন না।
ব্যাগ / কোনও আপত্তিকর জিনিসপত্র এবং সামগ্রী নিয়ে কোনও দর্শক, সরকারি আধিকারিক, সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ এবং বিধানসভা সচিবালয়ের কর্মচারিগণ বিধানসভা ভবনে ঢুকতে পারবেন না। বিধানসভা সচিবালয়ের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।